Logo
Logo
×

খেলা

শাদাবের বিরুদ্ধে প্রেম-প্রতারণার অভিযোগ দুবাই তরুণীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ পিএম

শাদাবের বিরুদ্ধে প্রেম-প্রতারণার অভিযোগ দুবাই তরুণীর

চলতি সপ্তাহেই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এতে সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শাদাব খান। এর আগে অনাকাঙ্ক্ষিতভাবে সংবাদের শিরোনাম হলেন তিনি। জড়িয়ে পড়লেন বিতর্কে।

পাক ক্রিকেটারের বিরুদ্ধে প্রেম-প্রতারণার অভিযোগ এনেছেন দুবাইয়ের এক তরুণী। তার নাম আশ্রিনা সাফিয়া। এ নিয়ে গেল শনিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

সাফিয়া বলেন, এক বছর আগে শাদাবের সঙ্গে আমার পরিচয় হয়। কথা বলতে বলতে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে কাছাকাছি এলে প্রেম হয়। সেটি শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়! একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছি আমরা।

তিনি বলেন, এ সময়ে চুটিয়ে প্রেম করেছি দুজনে। শাদাব আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন বেঁকে বসেছে। সে আমার সঙ্গে সম্পর্ক অস্বীকার করছে। এমনকি এ নিয়ে সাংবাদিক বা কাউকে কিছু বললে, আমার নগ্ন ছবি, আপত্তিকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ও।

এ পরিস্থিতিতে সবার আকুণ্ঠ সমর্থন চেয়েছেন ওই তরুণী। নিজের গোপনীয় বিষয় প্রকাশ্যে না নিয়ে আসার আকুতি জানিয়েছেন তিনি। আইন যতটুকু সমর্থন করে, ততটুকু জনসমক্ষে প্রচারের দাবি তার।

তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার/মাসালা ডটকম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম