পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। রোববার পচেফস্ট্রমে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভারতীয় যুবাদের পরাস্ত করেছেন আকবর-হৃদয়রা।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটের রথী-মহারথীদের প্রশংসায় সিক্ত হচ্ছেন টাইগার যুবারা। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও মেতেছেন আকবরদের বন্দনায়।
সোশ্যাল মিডিয়া টুইটারে বাংলাদেশকে যোগ্য দল হিসেবে অভিহিত করেন তিনি। টুইটবার্তায় হার্শা বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ এক মুহূর্ত এটি। যুব বিশ্বকাপ জিতল তারা। এটি তাদের প্রাপ্য।
আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে এই প্রথম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সর্বোপরি যে কোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন টাইগাররা।
এর আগে জাতীয় কিংবা বয়সভিক্তিক দল– এমনকি মেয়েরাও ক্রিকেটে কখনও শিরোপা জিততে পারেননি। ২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে মিরাজের দল।