Logo
Logo
×

খেলা

৮ হাজারি ক্লাবে শাহরিয়ার নাফীস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম

৮ হাজারি ক্লাবে শাহরিয়ার নাফীস

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন শাহরিয়ার নাফীস। 

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের খেলায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া নাফীস দ্বিতীয় ইনিংসে খেলেন ১১১ রানের ইনিংস। ২৫১ বলে ১২টি চারের সাহায্যে সেঞ্চুরি করার পথে ৮ হাজারি ক্লাবের সদস্য হয়ে যান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। 

জাতীয় দলের বাইরে থাকা এ ব্যাটসম্যান রোববার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরির পথেই পেরিয়েছেন ৮০০০ রানের মাইলফলক। বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক। ৮ হাজারি ক্লাবের সদস্য হতে নাফীস খেলেন ১২২ ম্যাচ। 

তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন তুষার ইমরান, অলক কাপালি, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, রাজিন সালেহ ও মোহাম্মদ আশরাফুল। 

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে ১৭৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ হাজার ৭০৪ রান করেছেন তুষার ইমরান। ১৬৭ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৬৭ রান করেছেন অলক কাপালি। ১৪১ ম্যাচ খেলে ৮ হাজার ৭৩২ রান করেছেন নাঈম ইসলাম। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম