Logo
Logo
×

খেলা

বাংলাদেশ একাদশে স্পিনার না থাকায় অবাক হয়েছেন রমিজ রাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:১৭ পিএম

বাংলাদেশ একাদশে স্পিনার না থাকায় অবাক হয়েছেন রমিজ রাজা

ছবি: সংগৃহীত

এক সময় বাংলাদেশ দলের কট্টর সমালোচক ছিলেন রমিজ রাজা।  ইনিয়েবিনিয়ে টাইগারদের বিষয়ে নেতিবাচক মন্তব্য করাই ছিল তার লক্ষ্য।  

তবে এখন আর তেমনটি দেখা যায় না। গত কয়েক বছর ধরে তার মুখ থেকে টাইগারদের প্রশংসাসূচক মন্তব্য ঝড়ছে।

শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারার পরেও প্রশংসাই ঝড়ল রমিজ রাজার মুখ থেকে।

পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, ‘এত কম পুঁজি নিয়েও বাংলাদেশ যে লড়াইটা করেছে।  তার প্রশংসা না করে উপায় নেই।’

তবে পাশাপাশি বাংলাদেশ স্কোয়াডের একটি বিষয় বেশ অবাক করেছে রমিজ রাজাকে।

সাকিববিহীন দলে গতকাল কোনো বাঁহাতি স্পিনার না খেলানোয় অবাক হয়েছেন রমিজ।

জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, ‘আমাকে অবাক করেছে তাদের দলে একজন বাঁহাতি স্পিনারও ছিল না।  একটা সময় একাদশে দুই থেকে তিনজন বাঁহাতি স্পিনার খেলানো ছিল যেই দলের রীতি সেখানে একজন বাঁহাতি স্পিনার নিয়েও নামেনি তারা। ’

বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে রমিজ বলেন, ‘সবমিলিয়ে বাবর আজমের জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিলো। হারিস রউফও দারুণ খেলেছে, এহসান আলীও। জয় তো জয়ই হয়।’

প্রসঙ্গত শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচে প্রথমে ব্যাট করে হাতে পর্যাপ্ত উইকেট থাকার পরও ৫ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি মাহমুদ উল্লাহরা।  

জবাবে পাকিস্তান ৩ বল হাতে রেখে জয় তুলে নেয়।  শোয়েব মালিকের ৫৮ রানে ভর করেই এ জয় পায় বাবর আজম।

তাই ম্যাচ শেষে অনেকেই বলেছেন, আরো ১৫ রান বেশি করতে পারলে জয়টা লাল-সবুজের দলেও ভিড়তে পারত।

 

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম