বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে যা বললেন রশিদ লতিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০১:১৫ এএম
পাকিস্তান দলের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ।
উইকেট তার মন কেড়ে নিতে পারেনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের লো স্কোরিং টার্গেট দেয়ার জন্য উইকেটকেই দুষলেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচে এমন উইকেট না বানাতে কিউরেটরদের অনুরোধ করেছেন রশিদ।
তার যুক্তি, এমন উইকেটে ডেব্যু প্লেয়ারদের যাচাই করা কঠিন হয়ে পড়ে। তাদের বিষয়ে ইতিবাচক ধারণা পাওয়া যায় না।
সিরিজের বাকি দুটি ম্যাচের উইকেট যেন এমনটি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে কিউরেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন রশিদ লতিফ।
গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচশেষে খেলা নিয়ে বিশ্লেষণকালে উইকেট বিষয়ে এমন সব মন্তব্য করেন এই সাবেক পাক উইকেটরক্ষক।
রশিদ লতিফ বলেন, ‘শীতে ভালো উইকেট বানানো কঠিন। তবে পিসিবি চেষ্টা করলে এমন উইকেট বানাতে পারে যেখানে গড়ে ১৬০ থেকে ১৭০ রান উঠবে। এমন নয় যে আমরা ২০০ রানের উইকেট চাই। তবে টি-টোয়েন্টিতে ১৪০ রান আধুনিক ক্রিকেটে কমই বলতে হবে। এমন উইকেটে আহসান আলী কিংবা হারিস রউফের মতো অভিষিক্তদের বিচার করা যায় না। বল ঠিকমতো ব্যাটে আসেনি।’
শুধু রশিদ লতিফই নন; এ ম্যাচের উইকেট পছন্দ হয়নি দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকেরও।
ম্যাচটি তার কাছে টি-টোয়েন্টির মতো লাগেনি বলে মন্তব্য করেছেন ইনজামাম।
উইকেট প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘একটি টি-টোয়েন্টি ম্যাচে উইকেট এত কঠিন হয় কী করে! এখানে ১৪২ রানকেও বেশ কঠিন লক্ষ্য মনে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যান অনেক চেষ্টা করেও দেড়শ ছাড়াতে পারেনি। কিউরেটরদের আরও ভালো উইকেট বানানোর অনুরোধ করছি।’
ইনজামাম বলেন, ‘আমাদের এমন উইকেট দরকার যেখানে গড়ে ১৯০ থেকে ২০০ রান হবে। ব্যাটসম্যানরা বড় রান তাড়া করে ম্যাচ বের করে আনবে। বিষয়টি যেমন চ্যালেঞ্জিং হবে, তেমনই হবে টি-টোয়েন্টি মেজাজের। আবার এমন উইকেটে কীভাবে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে হয় বোলাররা শিখবে। দুই পক্ষ থেকেই বিষয়টি চ্যালেঞ্জের ও টান টান উত্তেজনার হবে।’
গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান তুলে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যমাত্রা স্পর্শ করে পাকিস্তান। শোয়েব মালিকের ৫৮ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা কোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে সব মিলে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। খেলা শুরু হবে বিকাল ৩টায়।