Logo
Logo
×

খেলা

বাংলাদেশের খেলা দেখতে ঢাকায় ব্রাজিলের গোলরক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৪:৫৬ পিএম

বাংলাদেশের খেলা দেখতে ঢাকায় ব্রাজিলের গোলরক্ষক

ঢাকায় এসেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট। এর প্রচারের জন্য গেল বুধবার এখানে এসেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক সফর শুরু করেন সিজার। শুরুতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেলেকাও তারকা।

সিজার দুপুরে ধানমন্ডি থেকে যান মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাফুফে কর্মকর্তারা।

সন্ধ্যায় গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-বুরুন্ডি।  স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করবেন সিজার। পরে দেশে ফিরে যাবেন তিনি।

ক্যারিয়ারে ইন্টার মিলানের হয়ে সিরি আ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন সিজার। গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে ইতালিয়ান জায়ান্টকে ট্রেবল শিরোপাও এনে দেন তিনি।

স্বদেশ ব্রাজিলের হয়ে খেলেন ৮৭টি আন্তর্জাতিক ম্যাচ। জাতীয় দলের হয়ে  কোপা আমেরিকা (২০০৪) ও কনফেডারেশনস কাপ (২০০৯ ও ২০১৩) জেতেন তিনি। তবে ২০০৭ বিশ্বকাপে ফ্লপ হওয়ায় ফুটবল থেকেই বিদায় নেন ৪০ বছর বয়সী গোলকিপার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম