Logo
Logo
×

খেলা

পাকিস্তানের 'মুখরোচক' খাবার মিস করবেন মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৪:৫৭ এএম

পাকিস্তানের 'মুখরোচক' খাবার মিস করবেন মুশফিক

পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে যেন অন্তঃপীড়ায় ভুগছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের খেলা টিভিতে দেখতে হবে-সেটিই বেশি ভাবাচ্ছে তাকে। সোমবার ঢাকার এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এর চুম্বুক অংশ তুলে ধরা হলো।  

বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। ক্যারিয়ারের শুরু থেকেই জাতীয় দলের নির্ভরতার প্রতীক তিনি। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে ছন্দে আছেন মিস্টার ডিপেন্ডেবল। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ছুটিয়েছেন রানের ফোয়ারা। তবু পাকিস্তানে যাচ্ছেন না এ ডানহাতি ব্যাটার। কিন্তু কেন?

মুশফিক বলেন, যেকোনো জায়গায় বাংলাদেশের হয়ে খেলা বড় সম্মানের। আসলে পরিবার শঙ্কিত থাকলে মন সায় দেয় না। শরীর ও মন একসঙ্গে কাজ না করলে সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। খেলতে যাচ্ছি না বলে অবশ্যই খারাপ লাগছে। দীর্ঘদিন পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রায় এক যুগ পর। সেই দল আর এখনকার দলের মধ্যে রয়েছে ঢের তফাৎ। তো সিরিজে টাইগারদের কেমন সম্ভাবনা দেখছেন?

জবাবে তিনি বলেন,বাংলাদেশ এখন আর সেই জায়গায় নেই।এক-দুজন খেলোয়াড়ের ওপর দল নির্ভর করে না। আমরা দুজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া ভারতে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। এটা ভালো লক্ষণ। তরুণরা আছে, তারা ভালো খেলবে– সেই প্রত্যাশা করি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, পাকিস্তানের মাটিতে তারাই ফেভারিট। আমরা যাচ্ছি আন্ডারডগ হিসেবে। তবে তাদের যে হারানো যাবে না, তা কিন্তু নয়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। তবে সবচেয়ে খারাপ লাগছে এই ভেবে যে, বাইরে থেকে দেশের খেলা দেখতে।

পরিবারের আপত্তির কারণে পাকিস্তানে সফরে যাচ্ছেন না মুশফিক। মূলত নিরাপত্তা অজুহাতে সেখানে যাচ্ছেন না তিনি। অধিকন্তু সন্ত্রাসকবলিত দেশটিতে না যাওয়ার পেছনে নিউজিল্যান্ডের সেই ঘটনার যোগসূত্রও আছে।

মুশি বলেন, কিউই ডেরায় সন্ত্রাসী হামলার পরও আমাকে আমার পরিবার খেলতে যেতে নিষেধ করেনি। এই প্রথম আপত্তি করল। আমি আর কখনও পাকিস্তানে যাব না-সে কথাও বলছি না। আগামী দুই বছরে কয়েকটা বড় দল সেখানে গেলে সবকিছু পরিষ্কার হবে। তারা কেমন ফিডব্যাক পেল- সেটি আমার পরিবারকে বোঝাতে সহজ হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আপনাকে খুব মিস করবেন তারা। এ প্রসঙ্গে মিস্টার ডিপেন্ডেবল বলেন, আমিও মিস করব। গেল সিরিজে আমরা সাকিবকে অনেক মিস করেছি। তামিম ছিল না, তাকেও মিস করেছি। স্বাভাবিকভাবে আমাকেও আমার সতীর্থ, বোর্ড কর্মকর্তারা মিস করবেন।

টি-টোয়েন্টি দল দেশে ফিরে ভালো ফিডব্যাক দিলে কী টেস্টে যাবেন? জবাবে মুশফিক বলেন, এত কম সময়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা কঠিন। আমি কখনই সফরটা মিস করতে চাইনি। পাকিস্তানে আগেও গেছি (সম্ভবত ২০০৮)। সেখানকার সুযোগ-সুবিধা, খাবার সবকিছু আমার পছন্দের। তাদের আতিথেয়তা মিস করব।

পাকিস্তান সমর্থকরা বলছেন, আইপিএলে দল পাওয়ায় সেখানে  যাচ্ছেন না মুশফিক। তবে তা সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের এ সিনিয়র ক্রিকেটার বলেন, না। এ রকম কিছু না। আইপিএলে বহুবার নাম দিয়েছি। কিন্তু একবারও দল পাইনি। এ সফরে না যাওয়ার নেপথ্যে এ রকম কিছু নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম