Logo
Logo
×

খেলা

পন্টিংদের কোচ শচীন, ওয়ার্নদের ওয়ালশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ১২:৪৫ পিএম

পন্টিংদের কোচ শচীন, ওয়ার্নদের ওয়ালশ

ফের ক্রিকেট মাঠে ফিরছেন দুই গ্রেট শচীন টেন্ডুলকার ও কোর্টনি ওয়ালশ। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তারা। কোচ হিসেবে লড়াইয়ে নামছেন এ দুজন।

গেল কয়েক মাস ধরে প্রবল দাবানলে জেরবার অস্ট্রেলিয়া। এতে লক্ষাধিক জীবজন্তুর মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রচণ্ড ক্ষতির মুখে দেশটির একটি বড় অঞ্চল।

এ ক্ষতি মোকাবেলায় বিশেষ চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশ-বিদেশের সাবেক কিংবদন্তিরা। সেই ম্যাচে খেলবেন অবসর নেয়া একাধিক অজি ক্রিকেটার।

বহুল আলোচিত ম্যাচে রিকি পন্টিং একাদশের মুখোমুখি হবে শেন ওয়ার্নের দল। এখন পর্যন্ত জানা গেছে– অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনের মতো অজি লিজেন্ডরা এ ম্যাচে লড়বেন। খেলতে পারেন স্টিভ ওয়াহও। এমনকি অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটাররাও ম্যাচে থাকতে পারেন।

ওই ম্যাচে পন্টিংয়ের দলের কোচিংয়ের দায়িত্ব পেলেন ভারতীয় কিংবদন্তি শচীন। অপর দল অর্থাৎ ওয়ার্ন একাদশের কোচিং করাবেন ক্যারিবীয় মহারথী কোর্টনি ওয়ালশ। আগামী ৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক এ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে)। বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামের প্রীতি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।

শচীন ও ওয়ালশকে পাশে পেয়ে সম্মানিত বোধ করছে সিএ। অস্ট্রেলীয় বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, আমরা তাদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে পারব ভেবে সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। এখানে খেলোয়াড় হিসেবে তাদের অনেক সাফল্য রয়েছে। তাই এমন বিশেষ একটি দিনে তাদের পেতে আর অপেক্ষায় থাকতে পারি না।

তথ্যসূত্র:ইএসপিএন ক্রিকইনফো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম