Logo
Logo
×

খেলা

পাঁচ দিনের টেস্ট হল ক্রিকেটের রোমান্স: শেহবাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৬:০৪ পিএম

পাঁচ দিনের টেস্ট হল ক্রিকেটের রোমান্স: শেহবাগ

বীরেন্দ্রর শেহবাগ। ফাইল ছবি

ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্রর শেহবাগ বলেছেন পাঁচ দিনের টেস্ট হল ক্রিকেটের রোমান্স। এখানে কাটছাঁট করে ছোট করা আদৌ ঠিক হবে না। 

ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সাবেক এ তারকা ওপেনার আরও বলেছেন, আমি বরাবরই পরিবর্তনের পক্ষে। ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমিই অধিনায়ক ছিলাম। আর আমি তার জন্য গর্বিত। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলাম। কিন্তু পাঁচ দিনের টেস্ট ক্রিকেট হল রোমান্স।

তিনি আরও বলেছেন, টেস্ট ক্রিকেটে নতুনত্ব এনে জার্সিতে নাম লেখা, গোলাপি বলের টেস্ট, এমন উদ্ভাবন অনেক ভালো হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটের পরিধি ছোট করা আদৌ ঠিক হবে না। আর পাঁচ দিনের টেস্ট মোটেই শেষ হয়ে যায়নি। টেস্ট হল ক্রিকেটের আত্মা। 

পাঁচ দিনের টেস্ট কাটছাঁট করার ভাবনা একেবারেই পছন্দ নয় শেহবাগের। এর আগে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও একই সুরে কথা বলেছেন। ভারতসেরা ওপেনার রোহিত শর্মা বলেছেন, চার দিনের ম্যাচ মানে তা প্রথম শ্রেণির ম্যাচ, তা টেস্ট হতে পারে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম