
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পিএম
প্রিয় ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:০৬ পিএম

আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে বলছে, সেপ্টেম্বর থেকে তাতে এখন পর্যন্ত ৫০ কোটি প্রাণী মারা গেছে। এখনও দাবানল নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। দেশটির মাইলের পর মাইল আগুন গ্রাস করছে।
দাবানল নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশ্বকাপজয়ী অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।
এক টুইটবার্তায় তিনি লিখেছেন, দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। ক্ষতি কাটিয়ে উঠতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি আমার প্রিয় ব্যাগি ও গ্রিন টুপি নিলামে তুলতে চলেছি। টেস্ট ক্যারিয়ারে এটি সব সময় আমার পাশে থেকেছে। সেই টুপি এবার নিলামে তুলছি। তা থেকে পাওয়া অর্থ বিপর্যয় মোকাবেলা ফান্ডে দান করব।
এর আগে অস্ট্রেলীয় ক্রিকেটার ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শট আর্থিক সাহায্য করার ঘোষণা দেন। বিগ ব্যাশ লিগে তারা যত ছক্কা হাঁকাবেন, সংখ্যা পিছু ২৫০ অস্ট্রেলিয়ান ডলার দান করবেন বলে জানিয়েছেন এ ত্রয়ী।