Logo
Logo
×

খেলা

ফেসবুকে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৩:৫২ পিএম

ফেসবুকে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি ভাইরাল

সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ঘোরপাক খাচ্ছে। সেটি হলো বিয়ের সাজে কনেসহ দাঁড়িয়ে-বসে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। কিন্তু চাউর হয়েছে, গাঁটছড়া বেঁধেছেন জামাল। যদিও পাত্রীর পরিচয় জানা যায়নি।

ঘরোয়া পরিবেশে বিয়ে করেছেন তারা। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে হয়েছে বিয়ের অনুষ্ঠান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে কোনো তথ্য দেননি বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি কনে কে, কী করেন, কোথায় থাকেন তাও জানা যায়নি।

জামাল বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে নবদম্পতির ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তারাই।

ডেনমার্কে জন্মগ্রহণ করেন জামাল। সেখানেই বেড়ে ওঠা তার। পরিবারের বাকি সব সদস্য থাকেন দেশটিতেই। গুঞ্জন,পারিবারিক আবহে কোপেনহেগেনে বিয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত জামাল দীর্ঘদিন ধরে জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম