Logo
Logo
×

খেলা

বিপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন আফ্রিদি

Icon

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০২:১১ পিএম

বিপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন আফ্রিদি

বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরে গেলেন ঢাকা প্লাটুনের  অলরাউন্ডার শহীদ আফ্রিদি। মূলত হাঁটুতে চোট পাওয়ায় পাকিস্তানে ফিরেছেন তিনি। ঢাকা টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

আফ্রিদির হাঁটুর চোট নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে এর চোটে লম্বা সময় ভুগেছেন তিনি। চলমান বিপিএলে তার সেই পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে দেশে ফিরে গেছেন বুমবুম।

ঢাকা দ্বিতীয় পর্বের শেষ ম্যাচ এবং সিলেট পর্বের পুরোটাই মিস করবেন আফ্রিদি। চোট থেকে সেরে উঠলে ৬ জানুয়ারি তাকে ফিরে পাওয়ার আশা করছে প্লাটুনরা।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে,ডান পায়ে চোট পেয়েছেন আফ্রিদি। যে কারণে দেশে ফিরে গেছেন তিনি। সপ্তাহখানেক পূর্ণ বিশ্রামে থাকবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেরে উঠলে ৬ জানুয়ারি বাংলাদেশে ফিরবেন এ তারকা অলরাউন্ডার।

বিপিএলে নিয়মিত মুখ আফ্রিদি। দ্বিতীয় আসর ছাড়া এখন পর্যন্ত সব টুর্নামেন্টে খেলেছেন তিনি। সবশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ নেন লালা।

এছাড়া প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ট্রফি জেতেন আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসের হয়ে একবার রানার্সআপের স্বাদ পান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম