Logo
Logo
×

খেলা

ফের মেয়ের কাছে বোল্ড সৌরভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ পিএম

ফের মেয়ের কাছে বোল্ড সৌরভ

আবার মেয়ে সানার কাছে ক্লিন বোল্ড হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।  শুটিং বা অন্য কোনো কাজে পার্কে দাঁড়িয়ে আছেন। নিজের এমন একটি ছবি সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করেন সৌরভ। ক্যাপশন লেখেন,রোববার কাজ করতে খারাপ লাগে। ঘৃণা করি।

সঙ্গে সঙ্গে বাবার পোস্টে কমেন্ট করেন সানা। তিনি লেখেন,অনুমান করে বলুন তো? কে দুপুর ১২টা পর্যন্ত বিছানায় থাকে এবং কাজ করে না।‌ বাবা, এগিয়ে চল। শেষে হাস্যোজ্জ্বল ইমোজি জুড়ে দেন সানা। ব্যাস, তাকে দেখে আরো অনেকে ট্রোল করেন সৌরভকে। একজন লিখেছেন, ‌পার্কে দাঁড়িয়ে কী কাজ করছ দাদা? আরেকজন লিখেছেন,‌ ‌দাদা রোদে দাঁড়িয়ে আরাম কর। কাজ কর না। কাজের অভিনয় কর।

১৮ বছর বয়সী সানা এর আগেও বাবাকে ট্রোল করেছেন। ইডেনে গোলাপি বলের টেস্টের সময় ভ্রু কুঁচকানো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সৌরভ। তাতে সানা লেখেন,তোমার কি পছন্দ হচ্ছে না?‌‌ পরিপ্রেক্ষিতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বলেন, ‌এ যে দিন দিন তুমি অবাধ্য হচ্ছো।‌ পাল্টা জবাবে সানা লেখেন, ‌তোমার কাছ থেকেই তো শিখছি, বাবা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম