Logo
Logo
×

খেলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: এশিয়া একাদশে থাকছেন না পাকিস্তানি ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: এশিয়া একাদশে থাকছেন না পাকিস্তানি ক্রিকেটার

২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের মাটিতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে এ দুটি ম্যাচে থাকছেন না পাকিস্তানের কোনো ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যুগ্ন সম্পাদক জয়েশ জর্জ এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলবে না। তাদের আমন্ত্রণ জানানো হবে না। এটাই হচ্ছে শেষ কথা। সুতরাং পাক-ভারত কীভাবে একত্রে হবে কিংবা এক দেশ কীভাবে অন্য দেশের কর্মকর্তাদের আতিথেয়তা দেবে বা খেলোয়াড়দের বাছাই করবে-এমন প্রশ্নই আসে না।

এ দুটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ সাত ভারতীয় ক্রিকেটারকে খেলানোর জন্য বিসিসিআই'র কাছে আবেদন করেছে বিসিবি। ধোনি, কোহলি ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে অন্তত পাঁচজন ক্রিকেটারকে খেলার অনুমতি দেবে বিশ্বের প্রভাবশালী বোর্ড।

জয়েশ জর্জ বলেন, এশিয়া একাদশে কোন পাঁচ ভারতীয় ক্রিকেটার খেলবেন, সেই সিদ্ধান্ত নেবেন সৌরভ গাঙ্গুলি (বিসিসিআই সভাপতি)।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ দুটি হবে। এ নিয়ে কয়েক মাস আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতে ইতিবাচক সাড়া দেয় আইসিসি। আগামী বছর ১৮ ও ২১ মার্চে আলোচিত ম্যাচ দুটি হওয়ার কথা। ম্যাচ দুটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম