Logo
Logo
×

খেলা

ওয়ানডে সেরা দশেও নেই কোনো বাংলাদেশি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:১২ পিএম

ওয়ানডে সেরা দশেও নেই কোনো বাংলাদেশি

বিরাট কোহলি-রোহিত শর্মা-বাবর আজম। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদ্য ঘোষিত ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটসম্যান, বোলার– এমনকি অলরাউন্ডারের তালিকায়ও সেরা দশে নেই কোনো বাংলাদেশি।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিয়ে সেরাদের সেরা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। ৮৭৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মার।

তিন নম্বর পজিশনে রয়েছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৩৪। আর ৮২০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে সেরা পাঁচে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক রস টেইলর। আর ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। 

৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। আর ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান শাই হোপ। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। 

তবে ওয়ানডে ব্যাটসম্যানদের সেরা দশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের।

ওয়ানডে বোলাদের তালিকায় শীর্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর তিনে আফগান স্পিনার মুজিব-উর রহমান। 

অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আফগানিস্তানের সাবেক অধিনায়ক তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী, দুইয়ে পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তিনে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম