Logo
Logo
×

খেলা

আইপিএল নিলামে যেসব তারকা ক্রিকেটার দল পাননি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:১০ পিএম

আইপিএল নিলামে যেসব তারকা ক্রিকেটার দল পাননি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কাঙ্ক্ষিত সেই নিলাম ইতিমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বিকাল চারটার শুরু হয় আইপিএল নিলাম। শেষ হয় রাত ৯টার কিছু সময় পর।

এই সময়ে দেশ-বিদেশের সেরা তারকাদের যারা আইপিএল নিলামে নিবন্ধন করেন তাদের নাম ঘোষণা করা হয়। পছন্দের ক্রিকেটারকের দলে নিয়ে ভারসাম্যপূর্ণ টিম গঠন করে  আইপিএলের ফ্রাঞ্চাইজিরা। 
কিন্তু নিলামে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রূপিতে বিক্রি হন  অস্ট্রেলিয়ার  তারকা পেসার পেট কামিন্স। তবে আইপিএলের মতো জনপ্রিয় আসরের নিলামের চূড়ান্ত তালিকায় থাকা সত্ত্বেও ৬ বাংলাদেশির মধ্যে কারোরই সুযোগ হয়নি। 

আইপিএল নিলামে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমসহ দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ডেল স্টেইন, মার্টিন গাপটিল। ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, শাই হোপসহ উইন্ডিজের সদ্য বিদায়ী অধিনায়ক জেসন হোল্ডারও আইপিএল নিলামে সুযোগ পাননি। 

আইপিএল নিলামে অবিক্রীত রয়েছেন, কেসরিক উইলিয়ামস, ম্যাট হেনরি, ওশানে থমাস, টম কুরান, মার্ক উড, আলজারি জোসেফ, আন্দিলে ফেহলুকায়ো, কলিন মুনরো, ঋষি ধাওয়ান, বেন কাটিং, মার্কাস স্টোয়নিস, কলিন ইনগ্রাম, কার্লোস ব্রাথওয়েট, মনোজ তিওয়ারি, নুর আহমেদ, কে এস ভারত,  ইশ সোধি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালশ, টিম সাউদি, হেইনরিখ ক্লাসেন, হনুমা বিহারী ও চেতেশ্বর পুজারা।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম