Logo
Logo
×

খেলা

নাঈম শেখের ঝড়ো ফিফটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭ এএম

নাঈম শেখের ঝড়ো ফিফটি

মোহাম্মদ শাহজাদের পর খানিক বিরতিতে ফিরে গেছেন টম অ্যাবল। তবে থেকে গেছেন নাঈম শেখ। দারুণ খেলছেন তিনি। রীতিমতো ঝড় তুলেছেন বাঁহাতি ওপেনার। তাতে এগোচ্ছে রংপুর রেঞ্জার্স।

এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন নাঈম। ৫৩ রান নিয়ে ব্যাট করছেন তিনি। এ পথে ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন এ বিধ্বংসী ব্যাটসম্যান। তাকে সঙ্গ দিচ্ছেন জহরুল ইসলাম। দলীয় সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৭৮ রান।

শনিবার দুপুরে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সফরে ঐতিহাসিক ইডেন টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। ফলে বিপিএলে দলের প্রথম ২ ম্যাচে খেলতে পারেননি মিডলঅর্ডার ব্যাটসম্যান। একাদশে ফিরেই টস জেতেন অভিজ্ঞ ক্রিকেটার।

ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে রংপুর। তবে একটু আগ্রাসী হতেই কেসরিক উইলিয়ামসের শিকার হয়ে ফেরেন মোহাম্মদ শাহজাদ। পরে টম অ্যাবলকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন নাঈম শেখ। ক্রিজে পোক্ত হয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ পথচ্যুত হন অ্যাবল। রায়ান বার্লের বলে নাসির হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

চট্টগ্রাম একাদশে এসেছে ৩ পরিবর্তন। মাহমুদউল্লাহ ছাড়া দলে ফিরেছেন রায়ান বার্ল ও মেহেদী হাসান রানা। আর রংপুরের একাদশে বদল এসেছে ৪টি। সুযোগ পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

আসরে এরই মধ্যে ২টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। প্রথমটি জিতলেও দ্বিতীয়টি হেরেছে তারা। রংপুর অবশ্য একটি ম্যাচ খেলেছে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী ও মেহেদী হাসান রানা।

রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম