বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুবার ৫ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুন অলরাউন্ডার থিসারা পেরেরা। গেল শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান ডানহাতি পেসার।
এদিন একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হার্ডহিটার সাব্বির রহমান এবং দলটির আগের ম্যাচের জয়ের নায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। যদিও তা করতে পারেননি এ লংকান।
এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলামকে শিকার করেন পেরেরা।শেষ ২ উইকেটও পর পর ২ বলে নেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকল তার। পরের ম্যাচে নিজের করা প্রথম বলেই কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এ লংকান।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৫ উইকেট নেন পেরেরা। ২০১৫ সালে রংপুর রাইডার্সের জার্সি গায়ে সেই ম্যাচে ২৬ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি।