Logo
Logo
×

খেলা

প্রথম বলেই সাজঘরে ইয়াসির আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ পিএম

প্রথম বলেই সাজঘরে ইয়াসির আলী

ইনিংসের প্রথম বলেই সাজঘরে ইয়াসির আলী। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবীর করা বলটি ইয়াসিরের ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। গোল্ডেন ডাকে ফেরেন কুমিল্লা ওয়ারিয়র্সের ওপেনার ইয়াসির আলী। স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় কুমিল্লা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবীর করা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ওয়ারিয়র্সের শ্রীলংকান অধিনায়ক দাসুন সানাকা।

 রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জুনায়েদ খান, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও সঞ্জিত সাহা।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন সানাকা, মুজিব-উর রহমান, ভানুকা রাজাপাকশে, আল আমিন হোসেন, ইয়াসির আলী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম