Logo
Logo
×

খেলা

স্বর্ণজয়ী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

স্বর্ণজয়ী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এসএ গেমসে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার জানান, প্রধানমন্ত্রী দুই ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং স্বর্ণপদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। স্বর্ণজয়ী ক্রিকেটাররা নেপাল থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রী গণভবনে তাদের আমন্ত্রণ জানাবেন।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল ৯ উইকেটের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণপদক জিতে। 

এর আগে রোববার শ্রীলংকা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম