Logo
Logo
×

খেলা

এবার রোমান সানার হাত ধরে সোনালি হাসি বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

এবার রোমান সানার হাত ধরে সোনালি হাসি বাংলাদেশের

এসএ গেমসে বাংলাদেশি তীরন্দাজ রোমান সানা। ছবি-সংগৃহীত

এসএ গেমসে জয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের আরচারিরা। সোমবার এই ইভেন্টে সোনা জিতেছেন তীরন্দাজ সোহেল রানা।

সেই খুশির রেশ কাটতে না কাটতেই এবার সোনা ছিনিয়ে আনলেন বাংলাদেশের সেরা তীরন্দাজ রোমান সানা।

সোমবার সকালে রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে ৭-১ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছেন রোমান।  বাংলাদেশের ঝুলিতে জমা করলেন আরও একটি সোনা।

এর আগে ভুটানের প্রতিযোগী দেমা সোনমকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন ইতি। আর শ্রীলংকার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনা জিতে নেন সুমা।

রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড নারী দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আরচার।

আজ পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতেছেন সোহেল রানা। অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে রোববার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন এই আরচার।


এবারের এসএ গেমসের শুরু থেকেই বাংলাদেশের সোনালি দিন চলছে।  কেবল শনিবারই আর্চারি ও মেয়েদের ক্রিকেটের সুবাদে শোকেসে ওঠে সাতটি সোনা।

সবমিলিয়ে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার অলিম্পকখ্যাত গেমসে ১৬টি স্বর্ণ পদক জিতল বাংলাদেশ। এর মধ্যে ৮টিই এলো আর্চারি থেকে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম