Logo
Logo
×

খেলা

নেপালের কাছে নাকানী-চুবানী খেল বাংলাদেশ

Icon

ওমর ফারুক রুবেল, নেপাল থেকে

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:১৩ পিএম

নেপালের কাছে নাকানী-চুবানী খেল বাংলাদেশ

ভুটানের কাছে হারে। মালদ্বীপের সঙ্গে ড্র। নেপালের কাছে নাকানী-চুবানী খেয়ে কুপোকাত বাংলাদেশ ফুটবল দল। ফিনিশিংয়ের অভাব, ফরোয়ার্ডদের ব্যর্থতা দিনকে দিন কতটা পিছিয়েছে বাংলাদেশের ফুটবল, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নেপালে চলমান সাউথ এশিয়ান (এসএ) গেমস।

পরাজয়ের ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রোববার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ১-০ গোলে হেরে

হিমালয় চূড়ায় আছড়ে পড়ল লাল-সবুজদের সোনার স্বপ্ন। ফলে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। ১০ পয়েন্ট নিয়ে নেপাল ও ৯ পয়েন্ট নিয়ে ভুটান ফাইনাল নিশ্চিত করেছে।

নেপালকে হারালেই ৪০ হাজার মার্কিন ডলার দেয়া হবে ফুটবলারদের জামাল ভূঁইয়াদের উজ্জীবিত করতে ম্যাচের এমন ঘোষণা আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে। কিন্তু অর্থ পুরস্কারের ঘোষণাও উদ্দীপ্ত করতে পারেনি বাংলাদেশকে। 

নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে যেন সেই অচেনা আনিসুর রহমান জিকো ও মোহাম্মদ ইব্রাহিমরা। নিম্নমুখী পারফরম্যান্স নিয়ে কি আর জেতা যায়!

 

ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম