Logo
Logo
×

খেলা

আজ নেপালকে হারালেই পুরস্কার ৩৪ লাখ টাকা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ পিএম

আজ নেপালকে হারালেই পুরস্কার ৩৪ লাখ টাকা!

এসএ গেমস পুরুষ ফুটবলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু লক্ষ্য অবশ্যই স্বর্ণ জয়ের।

আর সেই লক্ষ্যে আজ বাঁধা নেপাল। আসরে ৪ পয়েন্ট নিয়ে নেপালের নিচে অবস্থান করছে লাল-সবুজের দল। মালদ্বীপকে হারিয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নেপালের ।

এদিকে চার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভুটান।

তাই আজ নেপাল-বাংলাদেশ ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল হয়ে গেছে।  ড্র নয় ফাইনালে উঠতে নেপালকে হারাতেই হবে বাংলাদেশের।

ম্যাচটি লাল-সবুজ দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।  তাই এই ম্যাচে ফুটবলারদের উৎসাহ দিতে মোটা অংকের পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

তারা জানিয়েছেন, আজ স্বাগতিক নেপালকে হারালেই বাংলাদেশ ফুটবল দলকে দেয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার, বাংলা মূদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা।

নেপালে বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি যে কত গুরুত্বপূর্ণ তা খেলোয়াড়দের আগেই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।

তিনি বলেছেন, নেপালের বিপক্ষে আমাদের ম্যাচ জিততেই হবে। জিতলে দুইদলের পয়েন্ট সমান হবে। তখন হেড টু হেডে আমরা ফাইনালে যাব। আমাদের হ্যান্ডবুকে এভাবেই নিয়ম দেয়া আছে। আমরা সেটা ধরেই এ ম্যাচে মাঠে নামব আমরা।

নেপাল ফুটবল ফেডারেশনের জেনেরাল সেক্রেটারি জানিয়েছে, এসএ গেমসের পুরুষ ফুটবল ইভেন্টে দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, ফল নির্ধারণ হবে হেড টু হেডে।  

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম