Logo
Logo
×

খেলা

ফিক্সিংকাণ্ডে ভারতীয় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা গ্রেফতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৪:১৮ পিএম

ফিক্সিংকাণ্ডে ভারতীয় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা গ্রেফতার

একই মৌসুমে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতলেও কর্নাটকের জার্সি থেকে ম্যাচ ফিক্সিং কলংকের কালি মুছছে না। উল্টে আরো ঘোলাটে পরিণতি হচ্ছে। এবার কেপিএল ফিক্সিংকাণ্ডে জড়িত সন্দেহে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট কমিটির কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির নাম সুধেন্দ্র সিন্ধে। তিনি কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিংকাণ্ডের অন্যতম অভিযুক্ত দল বেলাগাভি প্যান্থার্সের কোচ ছিলেন। দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ দলটির মালিক আলি আসফাক থারার সঙ্গে মিলে কেপিএলের বেশ কয়েকটি ম্যাচ ফিক্স করেন তিনি।

কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো কাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন আন্তর্জাতিক বুকি শ্যাম, ড্রামার ভবেশ বাফনা, কর্নাটকের হয়ে রঞ্জি ও আইপিএল খেলা ক্রিকেটার সিএম গৌতম, বল্লারি টাস্কার্সের বোলার ভবেশ গুলচা।

খেলা গড়াপেটা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ভারতের তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা ও বিনয় কুমারকে নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। একই অভিযোগে সাবেক ভারতীয় পেসার অভিমন্যু মিঠুনকে ডেকে পাঠিয়েছে তারা। মূলত কর্নাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ফিক্সিংয়ের দায়ে এ ক্রিকেটার ত্রয়ীকে তলব করা হয়েছে।

সিসিবি জানিয়েছে, কেপিএল স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত সন্দেহে মোট ১০০ ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই ফিক্সিং চক্রে আর কোনো ক্রিকেটার জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম