Logo
Logo
×

খেলা

কোহলির আরেকটি দুরন্ত সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

কোহলির আরেকটি দুরন্ত সেঞ্চুরি

বিরাট কোহলি আর সেঞ্চুরি যেন সমার্থক শব্দ। একজন অপরটির হাত ধরাধরি করে চলেন। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টেও শতক হাঁকালেন তিনি। তাইজুল ইসলামের বলে ২ রান নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।

কোহলির ক্যারিয়ারের ২৭তম দুরন্ত সেঞ্চুরিতে হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৬০ রান করেছে ভারত। এরই মধ্যে ১৫৪ রানের লিড নিয়েছে তারা। কোহলি ১০৪ ও রবীন্দ্র জাদেজা ৯ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা। সেটা যথাসম্ভব বাড়িয়ে নিতে বিরাট কোহলি ৫৯ ও অজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে নতুন দিনে ব্যাটিং শুরু করেন। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করেন তারা।

ক্রিজে জমে যান কোহলি-রাহানে। দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। ছোটান স্ট্রোকের ফুলঝুরি। তাতে দুরন্ত গতিতে ছুটে টিম ইন্ডিয়া। তবে হঠাৎ থেমে যান রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি (৫১)। ফলে কোহলির সঙ্গে ভাঙে তার ৯৯ রানের ভয়ংকর জুটি।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ০ মারেন তিন 'ম' মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান।

ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট। আর মোহাম্মদ শামি ঝুলিতে ভরেন ২ উইকেট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম