তৌহিদ হৃদয়। ফাইল ছবি
তৌহিদ হৃদয়ের রেকর্ড গড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল স্বাগতিক বাংলাদেশ।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল।
টার্গেট তাড়া করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাট হাতে ১২০ বলে ৯টি চার ও তিন ছক্কায় ১১৫ রান করেন হৃদয়।
এর আগের ম্যাচে (১৪ নভেম্বর) মাত্র ৯৮ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। সেই ম্যাচে তৌহিদের সেঞ্চুরিতে ৩৪০ রানের পাহাড় গড়ে ১৬০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হৃদয়। তিনটি করে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়।