বিশ্বরেকর্ড গড়া চাহারকে ‘নির্লজ্জ’ বললেন চাহাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০২:২৭ এএম
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়েছেন ভারতের তরুণ পেসার দীপক চাহার। রোববার নাগপুরে ক্যারিয়ারসেরা বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।
৩.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ডানহাতি পেসার। এটি সার্বজনীন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড। অথচ এমন পারফরম্যান্সের পরও তাকে ‘নির্লজ্জ’ বললেন সতীর্থ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল! কিন্তু কেন?
ভারতীয় ক্রিকেট মহলে দারুণ জনপ্রিয় ‘চাহাল টিভি’। ম্যাচশেষে একে একে সব সতীর্থের সাক্ষাৎকার নেন এ ঘূর্ণি জাদুকর। পরে তা ‘চাহাল টিভি’ নামে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গেল রোববার রাতে জয়ের নায়ক চাহারেরও সাক্ষাৎকার নেন চাহাল। একপর্যায়ে কৌতুক ছলে তিনি বলেন, তোমার (চাহার) বোলিং নিয়ে কী বলব? আমার রেকর্ডই ভেঙে দিলে তুমি। তুমি তো দেখছি বেশ 'নির্লজ্জ'।
এতদিন টি-টোয়েন্টিতে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিং ফিগার ছিল চাহালের। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এবার মাত্র ৭ রান দিয়ে সমানসংখ্যক উইকেট ঝুলিতে ভরলেন চাহার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সেরা বোলিং ফিগার। ভারতীয় বোলার হিসেবেও।
অবশ্য সার্বিকভাবে এতদিন রেকর্ডটি দখলে ছিল শ্রীলংকার রহস্যময়ী স্পিনার অজন্তা মেন্ডিসের দখলে। ৭ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট লাভ করেন তিনি। অর্থাৎ একসঙ্গে অজন্তা-চাহালের রেকর্ড ভেঙেছেন চাহার।