Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দীপক চাহারের বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১০:২৭ এএম

বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দীপক চাহারের বিশ্বরেকর্ড

অঘোষিত ফাইনালে দীপক চাহারের পেস তোপে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলেন টাইগাররা। তবে মূলত তিনি একাই সেই স্বপ্ন ভেস্তে দেন।

তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের নেপথ্য নায়ক দীপক। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। সেই সঙ্গে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়েন তিনি।

রোববার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩.২ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন দীপক। এটিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স। এ নিরিখে তিনি ভেঙেছেন শ্রীলংকার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড। মাত্র ৮ রান খরচায় ৬ উইকেট নিয়ে ৭ বছর ধরে রেকর্ডটি দখলে রেখেছিলেন তিনি। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ কীর্তি গড়েন লংকান মায়াবি স্পিনার।

অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেয়া দ্বিতীয় ভারতীয় বোলার দীপক। তার আগে যুজবেন্দ্র চাহাল এ কৃতিত্ব গড়েন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নেন তিনি।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে দুবার ৬ উইকেট নেয়ার নজির রয়েছে অজন্তার। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট নেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারবার বোলারদের ৬ উইকেট নিতে দেখেছে ক্রিকেটবিশ্ব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম