Logo
Logo
×

খেলা

আশরাফুলের সেঞ্চুরিতে দুর্দান্ত জয় কলাবাগানের

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ০৮:৪২ পিএম

আশরাফুলের সেঞ্চুরিতে দুর্দান্ত জয় কলাবাগানের

ওপেনার তাসামুল হক (১০৬) ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১০২ রানের সুবাদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিড়া চক্র।  এই জয়ে ৭ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে কলাবাগান। এই হারে সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে অগ্রনী ব্যাংক। 

আগের দুই ম্যাচে আউট হয়েছেন শূন্যরানে। এদিন মাঠে নেমে খেললেন হার না মানা ১০২ রানের ইনিংস। চলতি লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে আশরাফুল তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি। 

রোববার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে কলাবাগান। ব্যাটিং-এ নেমে দুই ওপেনার আজমির আহমেদ ও শাহরিয়ার নাফীসের জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথ পেয়েছিলো অগ্রণী ব্যাংক। আজমির ৫৮ রানে ফিরলেও, নাফীস শতকের পথেই হাটছিলেন। 

কিন্তু ৯৯ রানেই থেমে যেতে হয় নাফীসকে। তার বিদায়ের পর পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রান করে অগ্রণী ব্যাংক। অথচ দুই ওপেনার শুরুতে ১২৮ রানের জুটি এনে দিয়েছিলেন দলকে। কলাবাগানের আকবর উর রহমান ৩টি উইকেট নেন। 

জবাবে তাসামুলের ১০৬ ও আশরাফুলের অপরাজিত ১০২ রানের কল্যাণে ম্যাচ জিতে নেয় কলাবাগান। তাসামুলের ১১৫ বলের ইনিংসে ১২টি চার ও আশরাফুলের ১৩৬ বলের ইনিংসে ১০টি চার ছিলো।
অগ্রণী ব্যাংক ও কলাবাগান

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ২৫২/৯, ৫০ ওভারে (আজমির আহমেদ ৫৮, শাহরিয়ার নাফীস ৯৯, জাহিদ জাভেদ ২০। মুক্তার আলী ২/৪৩, মাহমুদুল হাসান ২/৫৬, আকবর-উর-রহমান ৩/৩৪)।

কলাবাগান ক্রীড়া চক্র ২৫৬/৫, ৪৮.৪ ওভারে (তাসামুল হক ১০৬, মোহাম্মদ আশরাফুল ১০২*। আল-আমিন হোসেন ২/২৭, শফিউল ইসলাম ২/৪৭)।

ফল : কলাবাগান ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ আশরাফুল (কলাবাগান)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম