Logo
Logo
×

খেলা

মুশফিক যাকে জয় উৎসর্গ করলেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১২:৩৯ পিএম

মুশফিক যাকে জয় উৎসর্গ করলেন

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রবিবাসরীয় এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলেন টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে এটি প্রথম জয় লাল-সবুজ জার্সিধারীদের।

শুধু তাই নয়, ভারতের মাটিতে তাদের প্রথমবার হারাল বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঐতিহাসিক এ জয়ে সবচেয়ে বেশি অবদান মুশফিকুর রহিমের। অনবদ্য জয় ও অপরাজিত ৬০ রানের ইনিংস শিশুপুত্র মায়ানকে উৎসর্গ করেছেন তিনি।

মুশফিক বলেন, এ জয়, এ ইনিংস আমার ছেলেকে উৎসর্গ করতে চাই। ঘরের বাইরে (বিদেশে) এলে তাকে অনেক মিস করি। সে খুব দ্রুত বেড়ে উঠছে। টিভিতে আমার ছবি দেখলে চিনতে পারে ও। এটা আমার জন্য বিশেষ কিছু। আমি এ ফিফটি এবং এ জয় ওকে উৎসর্গ করতে চাই।

এই তো সেদিন পৃথিবীর আলো দেখেছে, এল শাহরুজ রহিম মায়ান। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াতের কোলজুড়ে আসে সে। দেখতে দেখতে তার বয়স এখন হয়ে গেছে দেড় বছর।

টিভি পর্দায় মুশফিকের ছবি দেখলে ‘বাবা, বাবা’ বলে চিৎকার করে ওঠে সে। রোববারও নিশ্চয়ই উঠেছে। এদিন যে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম