Logo
Logo
×

খেলা

কোহলি রাজি থাকলে কাজ করা সহজ হয়: সৌরভ গাঙ্গুলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০৮:৩৫ এএম

কোহলি রাজি থাকলে কাজ করা সহজ হয়: সৌরভ গাঙ্গুলী

বিরাট কোহলি। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, বিরাট কোহলি একবার কোনও কিছুতে রাজি হয়ে গেলে যে কোনও কাজই অনেক সহজ হয়ে যায়।

ভারতের কিংবদন্তি এ ক্রিকেটার আরও বলেছেন, খবর রটেছে কোহলি দিন-রাতের টেস্ট খেলতে চান না, কিন্তু এটি একেবারেই সত্যি নয়, সে আগ্রহী। ভারতের অধিনায়ক একবার কোনও কিছুতে রাজি হয়ে গেলে যে কোনও কাজই অনেক সহজ হয়ে যায়। আমরা কীভাবে এটি আয়োজন করতে পারি তা দেখব, কিন্তু দিন-রাতের টেস্ট খেলা দরকার।

২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হয়। এরপর চার বছর কেটে গেলেও, বিশ্বের টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বর দল ভারত এখনও দিন-রাতের টেস্ট খেলেনি।

ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আরও বলেন, আমরা সকলেই দিন-রাতের টেস্ট খেলা নিয়ে চিন্তাভাবনা করছি। আমি দিন-রাতের টেস্ট খেলায় বিশ্বাসী, তবে এই ম্যাচ কখন আয়োজন করা সম্ভব হবে তা এখনও ঠিক হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম