Logo
Logo
×

খেলা

আইকনদের টাকা কমানোর কারণ জানালেন পাপন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০৬:৪২ পিএম

আইকনদের টাকা কমানোর কারণ জানালেন পাপন

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইকন ক্রিকেটারদের টাকা কমিয়ে দেয়া প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেছেন, বিপিএল এবার বিসিবি আয়োজন করছে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। আমরা নিজেরা করছি এবং এত টাকা দিতে পারব না। তবু ৫০-৬০ লাখের নিচে কেউ নেই। এটিও বেশিই।

শুক্রবার দেশের একটি জাতীয় দৈনিককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বলেন, ওদের সঙ্গে আমাদের যে চুক্তি, তাতে তো ওদের ২০ লাখের বেশি পাওয়ার কথা না। চুক্তি অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটাররা একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ম্যাচ ফি পান দেড় লাখ টাকা। সেই জায়গায় আমরা দ্বিগুণেরও বেশি দিচ্ছি। 

বিসিবি সভাপতি বলেন, আমি শতভাগ নিশ্চিত যে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) আগের নিয়মে হলে কিছু ক্রিকেটার ছাড়া বাকিরা ক্লাবের পেছনে ঘুরবে। এটি নিয়ে আমি সত্যিই দুশ্চিন্তায়। একটা সুবিধা হলো এখন থেকে বিসিবির কোনো মাথাব্যথা নেই। আমাদের কাছে আসতে পারবে না। ক্লাবের কাছেই থাকুক। আমার কাছে তো বিচার দিতে পারবে না। বিরাট একটি ঝামেলা কমল আমার (হাসি...)।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম