দীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মুখিয়ে সরফরাজ আহমেদরা। তবে তাদের অপেক্ষা বাড়তেই আছে। প্রবল বৃষ্টির তোড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ (২৭ সেপ্টেম্বর) পরিত্যক্ত হয়েছে।
দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু পূর্ব নির্ধারিত সময়ে সেটিও হচ্ছে না। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পণ্ড ঘোষণার ১০ মিনিট পরই দ্বিতীয় ওয়ানডের দিন পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তারা ঘোষণা করে,আগের সময়ের চেয়ে ২৪ ঘণ্টা পিছিয়ে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর যথাসময়ে হবে সেই ম্যাচ। লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয় পাক বোর্ড।
স্বাভাবিকভাবেই পিসিবির এমন কাণ্ড নজরে পড়েছে ক্রিকেট বিশ্বের। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা। নেটিজেনরা মেতেছেন হাসি-ঠাট্টা, তামাশা-মশকরায়।
ব্যতিক্রম নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। রসিকতা করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্রিকেট ভক্তদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে তারা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, কেউ কখনও শুনেছেন, এত বেশি বৃষ্টি হয়েছে যে খেলা শুরুর দুদিন আগেই তা ভেসে গেছে?