বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘দর্শকদের জন্য এটি হতাশার। তারা অনেক আশা নিয়ে দারুণ একটি ফাইনাল দেখতে এসেছিলেন। দুর্ভাগ্য… আমরা তো আর বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। ফাইনালে ওঠার ক্ষেত্রে কিছুসময় আমরা মার্জিত ক্রিকেট খেলতে পেরেছি। তরুণদের কয়েকজন খুবই ভালো করেছে।’
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়। সমর্থকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও বৃষ্টির কারণে খেলা দেখতে পারেননি।
ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে না থাকায় পরিত্যক্ত হয়। বাইলজ অনুসারে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে দেশে-বাইরে আন্তর্জাতিক কোনো খেলা নেই টাইগারদের। এই অবসর সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাবেন সাকিব।
এ ব্যাপারে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘ভারত সিরিজের আগে কিছু ম্যাচ খেলতে পারা আমার জন্য দারুণ ব্যাপার হতে যাচ্ছে। ভারত সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’