Logo
Logo
×

খেলা

রাতেই কাবুলের বিমান ধরবেন রশিদ খানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

রাতেই কাবুলের বিমান ধরবেন রশিদ খানরা

বাংলাদেশ সফরে শতভাগ সফল আফগানিস্তান ক্রিকেট দল। সাকিব আল হাসানদের বিপক্ষে একমাত্র টেস্ট জয় লাভ করে রশিদ খানের নেতৃত্বাধীন দলটি। 

সদ্যশেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় আফগানরা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। রিজার্ভ ডে না থাকায় বাইলজ অনুসারে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ-আফগানিস্তান। 

বাংলাদেশে সফল সফর শেষে রাত ১টা ৪০ মিনিটে কাবুলের বিমান ধরবেন রশিদ খানরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম