Logo
Logo
×

খেলা

এ বছর বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১০ পিএম

এ বছর বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। আপাতত বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অজিরা।

শুধু টি-টোয়েন্টি সিরিজই নয়! টাইগারদের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজটিও পিছিয়ে গেছে। আগামী বছরের জুন-জুলাইয়ে খেলার প্রস্তাব করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এমনটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এফটিপি অনুযায়ী অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। টেস্ট ম্যাচ দুটি আগামী বছর জুন-জুলাইয়ে বাংলাদেশে এসে খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির ক্ষেত্রে আমরা অনুরোধ করে দুটি থেকে তিনটি করেছি। সেটা ২০২১ সালে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তার আগে এসে খেলবে অস্ট্রেলিয়া।’

সবশেষ ২০১৭ সালে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম