Logo
Logo
×

খেলা

চেলসিকে হারিয়ে লিভারপুলের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪ এএম

চেলসিকে হারিয়ে লিভারপুলের রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে লিভারপুল। চলতি মৌসুমে টানা ষষ্ঠ জয় তুলে নিল তারা। চেলসিকে ২-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল অলরেডরা। এ পথে অনন্য রেকর্ড গড়েছেন তারা। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে একনাগারে ছয় ম্যাচে জয়ের রেকর্ড গড়ল লিভারপুল।

রোববার ইংলিশ জায়ান্ট চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে আতিথ্য নেয় লিভারপুল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন অতিথিরা। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি ডি বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পান তারা। শট নেন মোহামেদ সালাহ। তবে শটটি সরাসরি না নিয়ে হালকা টোকা দিয়ে বলটি সাইডে ঠেলে দেন তিনি। সেটা ধরে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান আলেকজ্যান্ডা আর্নল্ড।

পিছিয়ে পড়ে ঝটিকা আক্রমণ চালায় চেলসি। ২৭ মিনিটে গোলও পেয়ে যায় তারা। আসপিলিকুয়েতা ঠিকানা খুঁজে নেন। কিন্তু ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করে দেন রেফারি। আক্রমণের শুরুতেই ম্যাসন মাউন্ট অফসাইডে থাকায় সেটি বাদ হয়ে যায়।

কিছুক্ষণ পরই পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ৩০ মিনিটে দুর্দান্ত হেডে বল ঠিকানায় পাঠান রবার্তো ফিরমিনো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে চেলসি। সাফল্য পেয়ে যায় তারা। ৭১ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে দারুণ দক্ষতায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনগোলো কন্তে।

৮০ মিনিটে সমতায় ফেরারও সুযোগ পান দ্য ব্লুজরা। কিন্তু নিশানাভেদ করতে পারেননি তারা। লিভারপুল গোলরক্ষকের নৈপুণ্যে গোলবঞ্চিত হন স্বাগতিকরা। বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেননি তারা। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন সালাহ-ফিরমিনোরা। ছয় ম্যাচেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন জার্গেন ক্লপের শিষ্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম