বিদায়ী ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন তিনি। খেলেছেন ৪১ বলে ৭১ রানের ম্যাচজয়ী বিধ্বংসী ইনিংস।
এ পথে অনন্য রেকর্ড গড়েছেন মাসাকাদজা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিদায়ী ম্যাচে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি।
বিদায়বেলায় আরও বেশ কয়েকটি কীর্তি গড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছেন জিম্বাবুইয়ান অধিনায়ক।
এ ফরম্যাটে দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। তার সংগ্রহ ১ হাজার ৬৬২ রান। ৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রায় ২৬ গড়ে এ রান করেছেন হ্যামিল্টন। ঝুলিতে হাফসেঞ্চুরি রয়েছে ১১টি।
মাসাকাদজার সেরা টি-টোয়েন্টি ইনিংস ৯৩, যা জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ৩৮ টেস্টে রান করেছেন ২ হাজার ২২৩। আর ২০৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৫৮ রান করেছেন হারারেতে জন্মগ্রহণকারী এ ডানহাতি ব্যাটসম্যান।