Logo
Logo
×

খেলা

বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে বিয়ে করতে চান ৭০ বছরের বৃদ্ধ!‌

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে বিয়ে করতে চান ৭০ বছরের বৃদ্ধ!‌

ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় তারকা পিভি সিন্ধুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ। ৭০ বছরের এ বৃদ্ধের নাম মালয়স্বামি। তিনি তামিলনাড়ুর রামনাথপুরমের জেলাশাসকের কাছে সিন্ধুকে বিয়ে করার জন্য নিজের পরিচয়পত্র দেন। মালয়স্বামি জানিয়েছেন যদি তার দাবি মেনে নেয়া না হয় তাহলে সিন্ধুকে তিনি অপহরণ করবেন। 

সম্প্রতি ভারতের রামনাথপুরমের জেলাপ্রশাসক একটি সভায় অংশ নেন, সেখানে সিদ্ধান্ত হয় এখন থেকে সাধারণ মানুষ তাদের বিভিন্ন অভিযোগের কথা আদালতে গিয়ে জানাতে পারবেন।

সেই নির্দেশ পাওয়ার পরই মালয়স্বামি বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর একটি ছবি নিয়ে জেলাপ্রশাসকের কাছে উপস্থিত হন। ব্যাডমিন্টন তারকাকে বিয়ের বিয়ের প্রস্তাব দিয়ে জেলাপ্রশাসকের কাছে চিঠি দেন। 

মালয়স্বামি দাবি করেছেন, তিনি এখন রীতিমতো ১৬ বছরের বালকের মতোই। যেন মনে হয় তিনি ২০০৪ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেছেন। সিন্ধুর কেরিয়ারের দিকে তাকিয়ে তিনি এতটাই আকৃষ্ট যে, তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান।

সূত্র: আজকাল

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম