‘পাকিস্তান সফরে না যাওয়া শ্রীলংকানদের শাস্তি দেয়া উচিত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬ পিএম
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক ম্যাচগুলো সর্বাধিক অগ্রাধিকার হওয়া উচিত। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের উচিত পাকিস্তান সফর থেকে যেসব লংকান ক্রিকেটার নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন তাদের শাস্তি দেয়া।’
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনকে দেয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক আরও বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার পর একজন খেলোয়াড় কখনই বোর্ডের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতে পারে না। তাদের দেখা দেখি তরুণরাও ভবিষ্যতে এমনিট করবে। কাজেই শ্রীলংকান ক্রিকেট বোর্ডকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।’
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাচ্ছেন না শ্রীলংকান টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা, ওয়ানডে দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে, থিসেরা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশন ডিকওয়েলা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল ও দীনেশ চান্দিমালরা।
শ্রীলংকার এ তারকা ক্রিকেটাদের নিয়েই এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।
আগামী ২৭ সেপ্টেম্বর করাচিতে ওয়ানডে ম্যাচ দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করবে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ২ অক্টোবর। এরপর ৫ অক্টোবর লাহোরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ দুই ম্যাচ হবে ৭ ও ৯ অক্টোবর।
প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা করা হয়। সেই হামলার পর এখনও পাকিস্তান সফরের সাহস পাচ্ছে না ক্রিকেট খেলুড়ে দলগুলো।
সূত্র: ক্রিকটেকার, দ্য ডন