Logo
Logo
×

খেলা

ইব্রাহিম-আসগরের ফিফটিতে ব্যাকফুটে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৪ পিএম

ইব্রাহিম-আসগরের ফিফটিতে ব্যাকফুটে বাংলাদেশ

২৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে তাতে দমে যাননি সফরকারীরা। এরপর আসগর আফগানকে নিয়ে প্রতিরোধ গড়েন ইব্রাহিম জাদরান। লাঞ্চ থেকে ফিরে সেটা আরো তীব্র হয়েছে। এ মুহূর্তে জমাট বেঁধে গেছে তাদের জুটি। রীতিমতো চোখ রাঙাচ্ছেন তারা। শাসাচ্ছেন বাংলাদেশ বোলারদের। ফলে বাড়ছে তাদের লিড, চাপে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। এতে ২৭২ রানের লিড পেয়েছেন কাবুলিওয়ালারা। ইতিমধ্যে ক্যারিয়ারে অভিষেক টেস্টে ফিফটি তুলে নিয়েছেন ইব্রাহিম। তিনি ৬৫ রান নিয়ে ব্যাট করছেন। ক্রিকেটের অভিজাত সংস্করণের ক্যারিয়ারে তৃতীয় ফিফটি হাঁকিয়েছেন আসগর। যিনি কাঁটায় ৫০ রান নিয়ে ক্রিজে আছেন।

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং করে আফগানিস্তান। তোলে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা শুভ হয়নি সফরকারীদের। সূচনালগ্নেই ২ উইকেট খোয়ায় তারা।

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ফেরেন ইহসানউল্লাহ জানাত। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফেরান সাকিব আল হাসান। এতেই থেমে থাকেননি তিনি। পরের বলেই তুলে নেন প্রথম ইনিংসে ইতিহাস গড়া সেঞ্চুরিয়ান রহমত শাহকে। তবে সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

ওয়ানডাউনে নামা হাশমতউল্লাহ শাহীদিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান। ভালোই খেলছিলেন তারা। তবে তাতে বাদ সাধেন নাঈম হাসান। দলীয় ২৮ রানে হাশমতউল্লাহকে বিদায় করেন তিনি। এরপর ইব্রাহিম-আসগরের প্রতিরোধে ৩ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চে যান আফগানরা।

শনিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৪৪ এবং তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে শুরুতেই ধাক্কা খান স্বাগতিকরা। ব্যক্তিগত স্কোরে কোনো রান যোগ করার আগেই ফেরেন তাইজুল। তাকে পরিষ্কার বোল্ড করেন মোহাম্মদ নবী।

সেই জের না কাটতেই প্যাভিলিয়নে ফেরেন নাঈম হাসান। তাকে তুলে নেন রশিদ খান। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন আফগান অধিনায়ক। শেষ পর্যন্ত ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৭ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। আফগানদের হয়ে ৫ উইকেট নেন রশিদ। ৩ উইকেট দখলে নেন নবী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম