সাকিবদের বিপক্ষে সাফল্যের রহস্যের জট খুললেন রহমত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ এএম
চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন রহমত শাহ। রূপকথার গল্প লেখা এই ব্যাটসম্যান ম্যাচশেষে এসেছিলেন আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে। সেখানে এসে নিজের সাফল্যের রহস্যের জট খোলেন তিনি। জানিয়েছেন স্পিনারদের বিপক্ষে উইকেট বুঝে ফ্রন্ট ফুটে খেলেই সফল হয়েছেন।
রহমত বলেন, আফগানিস্তানের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করার স্বপ্ন দেখেছিলাম আমি। সেটি পূরণ হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রান করে আউট হয়েছিলাম। ওটা সত্যিই হতাশাজনক ছিল। এদিন সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলাম। তা ভালোভাবে কাজে লাগিয়েছি। এটি আমার জন্য গর্বের মুহূর্ত। দেশের হয়ে প্রথম ফিফটিও আমার। এখন আমি প্রথম সেঞ্চুরিয়ান।
তিনি বলেন, বাংলাদেশের বোলাররা ভালো বল করছিল। শুরু থেকেই আমার পরিকল্পনা ছিল ফ্রন্ট ফুটে খেলার। আমার বিপক্ষে তারা অনেক ভালো ফিল্ডিং সাজিয়েছিল। আমাকে ক্রিজ ব্যবহার করতে বাধ্য করা হচ্ছিল। এখানে রান করা খুব একটা সহজ ছিল না। আমরা জানতাম, তাদের ভালো মানের স্পিনার আছে। বিশেষ করে সাকিব, মিরাজ ও তাইজুল। তাই সামনে এসে উইকেট বুঝে শট খেলেছি, সফল হয়েছি।
সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য ইনিংসটা লম্বা করতে পারেননি রহমত। তবে দলকে ভালো অবস্থানে রেখেই সাজঘরে ফিরেছেন তিনি। খেলেছেন ১০ চার ও ২ ছক্কায় ১০২ রানের মহাকাব্যিক ইনিংস। তার তিন অঙ্ক ছোঁয়া ইনিংসে প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৭১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
ক্রিজে আছেন দুই সেট ব্যাটসম্যান আসগর আফগান ও আফসার জাজাই। সেঞ্চুরির দোরগোড়ায় আছেন আসগর। তিনি ৮৮ রান নিয়ে ব্যাট করছেন। আর ফিফটির অপেক্ষায় আছেন আফসার। তিনি ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন। তারাই শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। যেভাবে খেলে যাচ্ছেন, সেভাবে খেলতে পারলে বড় স্কোর গড়ার সুযোগ আছে সফরকারীদের।