
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান দারুণ সুরে সুললিত কণ্ঠে বাঁশি বাজাতে পারেন, কজন জানতেন? তার অতি বড় ভক্তরাও বোধ হয় জানতেন না। 'আর্টিস্ট' ধাওয়ানকে চিনতেন না তারা। এবার তাদের কাছে সেই অবতারে ধরা দিলেন তিনি।
ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ সফরটা খুব একটা ভালো যায়নি ধাওয়ানের। আঙুলে চিড় ধরায় বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে যান তিনি। ফিট হয়ে ক্যারিবিয়ান সফর দিয়ে ক্রিকেটে ফিরলেও ব্যাটে সুর তুলতে পারেননি 'গব্বর সিং'। চিরপরিচিত বিধ্বংসী মেজাজে তাকে পাওয়া যায়নি।
তাতে অবশ্য কিছু আসে যায় না ধাওয়ানের! কারণ তিনি বরাবর নিজের নীতিতে চলেন। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বাঁশি বাজানোর একটি ভিডিও পোস্ট করেন তিনি। মুহূর্তেই যা ভাইরাল হয়ে গেছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হোটেলের ছাদ থেকে সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে বাঁশি হাতে সুর তুলেছেন গব্বর। ভিডিওতে এই দৃশ্যই দেখা গেছে। ছবির ক্যাপশনে ভারতীয় ওপেনার লেখেন- সামনে সমুদ্র, ঢেউ আছড়ে পড়েছে। নতুন করে শুরু করা যাক।
এই মন্তব্য পড়ে বুঝে নিতে অসুবিধা হয় না সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে একেবারে নতুন করে রানের ছন্দে ফিরতে চাইছেন তিনি। অবশ্য আর্টিস্ট ধাওয়ানের অবতার দেখে মুগ্ধ সমর্থকরা। এক ভক্ত মজা করে লিখেছেন, ধাওয়ান একজন অলরাউন্ডার, ব্যাটও পারে আবার বাঁশিও বাজায়!