চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের মঞ্চে হ্যাটট্রিক 'বাংলাদেশি' নারীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৭:০৯ এএম
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মোনাকোয় হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠান। এতে উপস্থাপনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া রিপোর্টার রেশমিন চৌধুরী। এ নিয়ে টানা তৃতীয়বার ইউরোপসেরা টুর্নামেন্টের ড্র পরিচালনা করলেন তিনি।
ঝলমলে পোশাক আর কথার ফুলঝুরিতে গেল বৃহস্পতিবার গ্রিমালদি ফোরামে মঞ্চ আলোকিত করে রাখেন রেশমিন। প্রাণবন্ত উপস্থাপনার সঙ্গে হালের দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকার নেন তিনি।
সবমিলিয়ে টানা তৃতীয়বার ইউরোপসেরা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা গেল রেশমিনকে। মঞ্চে ওঠার আগে টুইটবার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ৪১ বছর বয়সী এ সংবাদকর্মী লেখেন, আজ চ্যাম্পিয়নস লিগ ড্র। আমি হ্যাটট্রিকের দোরগোড়ায়।
প্রাণোচ্ছ্বল উপস্থাপনা শেষে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে (উয়েফা) ধন্যবাদ জানিয়েছেন তিনি। রেশমিন টুইট করেন, চ্যাম্পিয়নস লিগের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাকে ফিরিয়ে আনা এবং উপস্থাপনার সুযোগ করে দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
কিছুদিন আগে ‘টকস্পোর্ট’-এ গেম ডে কভারেজের উপস্থাপিকা হিসেবে যোগ দেন রেশমিন। ১৯৭৭ সালে লন্ডনে প্রবাসী বাংলাদেশি এক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক করেন এ সাংবাদিক। ২০০৩ সালে হার্লো কলেজে সাংবাদিকতার ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি।
শিক্ষার্থী অবস্থায় রয়টার্স টিভির নিউজ হেল্প ডেস্ক অপারেটর হিসেবে কর্মজীবনের শুরু করেন রেশমিন। পরে কাজ করেন বিবিসি, ব্লুমবার্গ ও আইটিএনে। ২০০৮ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদ টিভিতে।
পরের বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন রোনাল্ডো। সেবারই প্রথমবারের মতো সাংবাদিক হিসেবে সিআর সেভেনের সাক্ষাৎকার নেন রেশমিন। বাংলা-ইংরেজি ছাড়া স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষায় পারঙ্গম এ ক্রীড়া রিপোর্টার লন্ডন অলিম্পিকও কাভার করেন।
দুই বছর আগে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের জরিপকৃত ক্রীড়াক্ষেত্রে শীর্ষ ৫০ নারীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেশমিন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা। সাংবাদিকতার পাশাপাশি বিচক্ষণ নারী একজন সংগীতশিল্পীও। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নেমসেক’ ছবিতে একটি গানে কণ্ঠ দেন তিনি।