Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ০২:৩২ এএম

টি-টোয়েন্টিতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর

দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। এর পরই জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেকে আরও এগিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে কমপক্ষে ১০০০ রান, বোলিংয়ে ৩০ উইকেট এবং ফিল্ডিংয়ে ২৫ ক্যাচ নেয়ার কীর্তিতে শীর্ষ তিনে আছেন তিনি। তার ওপরে আছেন দুজন, উভয়ই পাকিস্তানের। এ তালিকায় এক নম্বরে রয়েছেন মোহাম্মদ হাফিজ। আর দ্বিতীয় অবস্থানে আছেন শহীদ আফ্রিদি।

হাফিজ ৮৯ ম্যাচে ৮৬ ইনিংসে ২৪.৪৬ গড়ে করেছেন ১৯০৮ রান। বল হাতে ১৮৩.১ ওভারে নিয়েছেন ৫৪ উইকেট। আর ফিল্ডিংয়ে তালুবন্দি করেছেন ২৬ ক্যাচ। আফ্রিদি ৯৯ ম্যাচে ৯১ ইনিংসে ১৭.৯২ গড়ে ব্যাট হাতে করেন ১৪১৬ রান। বোলিংয়ে ৩৬১.২ ওভারে নেন ৯৮ উইকেট। আর ফিল্ডিংয়ে নেন ৩০ ক্যাচ।

মাহমুদউল্লাহ ৭৬ ম্যাচে ৬৯ ইনিংসে ২৩.১৭ গড়ে সংগ্রহ করেছেন ১২৫১ রান। হাত ঘুরিয়ে ১১৪.৫ ওভারে শিকার করেছেন ৩১ উইকেট। ফিল্ডিংয়ে লুফে নিয়েছেন ২৮ ক্যাচ। তার পরে অবস্থান করছেন শ্রীলংকার থিসারা পেরেরা, আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। এ ছয়জন ছাড়া ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ১০০০ রান, ৩০ উইকেট ও ২৫ ক্যাচ নেয়ার কীর্তি আর কারও নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম