অভিষেক টেস্টে বাংলাদেশ দলের কোচের ভূমিকা পালন করা সারোয়ার ইমরান বলেছেন, আফগানিস্তানের পেসারদের নিয়ে ভাবনার কোনো কারণ নেই। তাদের পেসারদের মোকাবেলায় আমাদের ব্যাটসম্যানদেরও সামর্থ্য রয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই টেস্টে পেস উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অথচ টেস্টে বাংলাদেশের সবচেয়ে দুর্বলতা পেস বোলিংয়ে। তবে ভয়ের কোন কারণ দেখছেন না জাতীয় দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।
তিনি বলেন, ‘আফগানিস্তানের পেসাররা ভালো, তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের চেয়ে অনেক ভালো মানের পেসারদের খেলেছে। আফগানিস্তানের পেসারদের মান সেই পর্যায়ের না। আমরা এর আগে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেছি। সে হিসেবে আফগানিস্তানের পেসারদের নিয়ে ভাবনার কোনো কারণ নেই। তাদের পেসারদের মোকাবেলায় আমাদের ব্যাটসম্যানদেরও সামর্থ্য রয়েছে।’
সারোয়ার ইমরান আরও বলেন, ‘আমাদের পেস বোলারদের লাইন-লেংথ ঠিক রেখে সঠিক জায়গায় বল করতে হবে। বল সুইং করাতে হবে। আমাদের পেইস ১৩০-১৩৫, এটা হাস্যকর যেখানে অন্যরা ১৫০ গতিতে বল করতে পারছে। সেখানে আমদের গতি এত কম। এত কম গতিতে নিয়ে আর কি আশা করা যায়।’
পেস সহায়ক উইকেট তৈরি করলেও আফগানিস্তানের উইকেট নেয়ার জন্য হয়তো শেষ পর্যন্ত স্পিনার সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের ওপর নির্ভর করতে হবে।