Logo
Logo
×

খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ধনী হচ্ছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০৩:০৭ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ধনী হচ্ছে

ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টাইটেল স্পনসরশিপ পেয়েছে ই-কমার্স পেমেন্ট সিস্টেম ও ডিজিটাল ওয়ালেট কোম্পানি পেটিএম। চার বছর মেয়াদে বোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে সেটি। ফলে বিসিসিআইয়ের আয় আরও বাড়বে।

২০২৩ সাল পর্যন্ত বিরাট কোহলিদের সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের স্পনসরশিপ স্বত্ব  পেয়েছে পেটিএম। এ চুক্তিতে ম্যাচপ্রতি ৫৮ শতাংশের বেশি আয় হবে বিসিসিআইয়ের। ২০১৯-২৩ সময়ে অর্থাৎ আগামী চার বছর ভারতীয় বোর্ডকে ৩২৭ কোটি রুপি দেবে কোম্পানিটি।

গেল মেয়াদেও ভারতীয় দলের টাইটেল স্পনসর ছিল পেটিএম। ২০১৫-১৯ সময়ে চুক্তিবদ্ধ ছিল প্রতিষ্ঠান দুটি। আগের চুক্তি অনুযায়ী, ম্যাচপ্রতি বিসিসিআইকে ২ কোটি ৪০ লাখ রুপি দিত পেটিএম। নতুন চুক্তিতে বোর্ডকে ৩ কোটি ৮০ লাখ রুপি দেবে তারা।

বিসিসিআইয়ের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে রোমাঞ্চিত পেটিএমের প্রধান নির্বাহী বিজয় শেখর শর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বোর্ড ও ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক বজায় রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত। দেশের ক্রিকেটের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। প্রতি মৌসুমে তা বাড়বে। ভারত ক্রিকেটপ্রেমী দেশ। আমরাও এর বড় ভক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম