
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
আর্চারের ‘বিষাক্ত’ বাউন্সারে আহত স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০৫:০৯ পিএম

জফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন স্টিভ স্মিথ। ছবি: সংগৃহীত
বল টেম্পারিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্টিভ স্মিথ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা স্মিথ, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরির পথেই ছিলেন।
কিন্তু ইংল্যান্ডের তরুণ পেসার জোফরা আর্চারের বাউন্সার আঘাত হানে স্টিভ স্মিথের ঘাড়ে। বিশ্বকাপের পর ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমে ঘণ্টায় ১৪৮.৭ কিলোমিটার গতিতে বল ছুড়েন জোফরা। তার বিষাক্ত বাউন্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় মাটিতে লুটিয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ। তখন ৮০ রানে ব্যাট করছিলেন তিনি।
দলের ফিজিও মাঠে এসে স্মিথের শুশ্রুষা করেন। এরপর স্মিথ ফিজিওর কাঁধে ভর দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। আহত হয়েও মাত্র ৪৫ মিনিট পর ফের ব্যাটিংয়ে নেমে আরও ১২ রান যোগ করেন স্মিথ। মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ৯২ রানে আউট হন অস্ট্রেলিয়ান সাবেক এ অধিনায়ক।
ইংল্যান্ডের লর্ডসে চ্যাম্পিয়ন টেস্টে শনিবার বাউন্সারের শিকার হওয়ার পরও স্মিথকে ফের ব্যাটিংয়ে নামানো প্রসঙ্গে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ওর ইনজুরি অতটা ঝুঁকিপূর্ণ ছিল না। সবরকম পরীক্ষায় পাস করেছিল বলেই ফের মাঠে নেমেছিল। মেডিকেল টিম ওকে ফিট সার্টিফিকেট দিয়েছিল।