Logo
Logo
×

খেলা

আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৬:৫২ এএম

আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিশ্বরেকর্ড

ক্রিকেটের আদিলগ্ন থেকে রাখা হয় রান-উইকেটের হিসাব।রেকর্ড হিসেবে পরিগণিত হয় সেগুলো।আধুনিক প্রযুক্তির বদৌলতে এখন রাখা হয় আম্পায়ারদের ভুলের হিসাবও। সেদিক থেকে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে বিশ্বরেকর্ড গড়েছেন জোয়েল উইলসন।

বার্মিংহামের এজবাস্টনে ঐতিহাসিক ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে আটবার ভুল সিদ্ধান্ত নেন ক্যারিবীয় এই আম্পায়ার।প্রতিবারই রিভিউ নিয়ে বেঁচে যান ব্যাটসম্যানরা।ফলে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় নাম লেখান এই আম্পায়ার।

এর আগে রেকর্ডটি যৌথভাবে ছিল শ্রীলংকা আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ভারতীয় সুন্দরম রবির দখলে।২০১৬ সালে চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে আটটি ভুল সিদ্ধান্ত দেন ধর্মসেনা। রিভিউ নিয়ে সেগুলো পাল্টানো হয়।ভুল সিদ্ধান্তের এটি ছিল প্রথম রেকর্ড।

পরের বছর এ রেকর্ডে ভাগ বসান রবি।২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে লংকান সিরিজে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনিও আটটি ভুল সিদ্ধান্ত নেন।রিভিউ নিয়ে সেগুলো পাল্টান ক্রিকেটাররা। ইতিমধ্যে আইসিসির আম্পাম্পায়ারদের এলিট প্যানেলের সদস্যপদ হারিয়েছেন তিনি।

উল্লেখ্য,অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অপর অনফিল্ড আম্পায়ার ছিলেন আলিম দার। উইলসনসহ তিনি মিলে মোট ১৫টি ভুল সিদ্ধান্ত দেন ওই ম্যাচে।লর্ডসে দ্বিতীয় টেস্টে মাঠ আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন না উইলসন।পরিবর্তে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম