ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতীয় রাজনৈতিক ও ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিজপি নেত্রীদের মধ্যে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। মোদি সরকারের আমলে পররাষ্ট্রনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান বিজ্ঞ নেত্রী।
তার আকস্মিক মৃত্যুতে দেশের বড় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি পূর্ব দিল্লির সাংসদ। সবশেষ জাতীয় নির্বাচনে বিজেপি থেকে নির্বাচিত হন।
টুইটবার্তায় গম্ভীর বলেন, সুষমাজীর আচমকা প্রয়াণ দেশের জন্য বড় ক্ষতি। তার পরলোকগমনে আমার শোক প্রকাশের কোনো ভাষা নেই। বিজেপি নেত্রীদের মধ্যে অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। পার্থিব জীবনে যুগান্তকারী কৃতকর্মের জন্য অমর হয়ে থাকবেন দেবী। তার পরিবারকে সমবেদনা জানাই।